Advertisement

Responsive Advertisement

বোকা হাতির গল্প

 


বোকা হাতির গল্প

 

এক জঙ্গলে বাস করত এক বোকা হাতি। তার নাম ছিল চতুর্দন্ত। সে ছিল সমস্ত হাতির রাজা। সব হাতি তার কথা মেনে চলত। একবার বৃষ্টি হল না অনেক দিন। হ্রদের জল শুকিয়ে গেল। শুকিয়ে গেল নদী। জলের অভাবে হাতিরা পড়ল মহা বিপদে। সব হাতি এল রাজা চতুর্দন্তের কাছে। তারা বলল মহারাজ একটা বিহিত করুন। জলের অভাবে বাচ্চারা বুঝি আর বাঁচে না।

 

এখান থেকে অনেক দূরে নির্জন জায়গায় একটা মস্ত বড়ো জলাশয় আছে।

গজরাজ অনেক চিন্তা করে বলল, চলো, আমরা ওই জলাশয়ে যাই। সেখানকার জল কখনো শুকায় না। সকলে সেই জলাশয়ে গেল। জল খেল। স্নান করল। জলকেলি করল। সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস করতে থাকল। ওই জলাশয়ের চারদিকে গর্তের মধ্যে বাস করে খরগোসরা। হাতির পায়ের চাপে তাদের বাসা নষ্ট হয়ে গেল। অনেকে মারা গেল।

 

খরগোসরা চিন্তিত হয়ে আলোচনায় বসল। কিছু একটা করতে হবে। এভাবে প্রাণ দিয়ে কি লাভ?

একটা খরগোস বলল বিবাদ করে লাভ নেই। চলো, আমরা অন্য কোথাও চলে যাই।

অনেকেই তার মত সমর্থন করল না। এতদিনের বাসস্থান ছেড়ে যাওয়া কি উচিত?

একজন বলল এমন কিছু একটা করতে হবে, যাতে সব হাতিরা ভয় পায়।

খরগোসের রাজা বলল সেটা কী? হাতিদের সামনে কে যাবে? যদি কেউ যেতে পারে, তা হলে আমি একটা উপায়ের কথা বলতে পারি।

 

একটা খরগোস বুক ফুলিয়ে এসে দাঁড়াল। সে সবার ছোটো। কান খাড়া করে বলল আমি যাব হাতির সামনে। যদি সকলের উপকার হয়, তাহলে আমি প্রাণ পর্যন্ত দিতে রাজী আছি।

 

ছোট্ট খরগোস হাতির কাছে যাবার জন্য তৈরি হল। কিছু দূর গিয়ে সে পথের ধারে বসে থাকল। হাতিরা যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন ছোট্ট খরগোস বেরিয়ে এল। বলল, ওহে হাতিরাজ, আমি চন্দ্রদেবের কাছ থেকে আসছি। তোকে সাবধান করে দেবার জন্য আজই আমাকে এখানে আসতে হল। তোরা এখানে এসে চন্দ্রদেবের আশ্রিত খরগোসদের সর্বনাশ করছিস কেন? যদি প্রাণে বাঁচতে চাস, তাহলে এই মুহুর্তে এই স্থান ত্যাগ করে অন্য কোথাও চলে যাব।

 

শুনে হাতিরাজ ভয় পেয়ে বলল ওহে চন্দ্রদেবের দূত, তুমি কি একবার আমাকে চন্দ্রদেবকে দেখাতে পারবে? তাহলে আমি বুঝতে পারব তোমার কথা সত্যি। তাহলে আমরা সকলে এই জায়গা ত্যাগ করে চলে যাব।

 

ছোট্ট খরগোস বলল চন্দ্রদেবকে দেখার জন্য বেশি কষ্ট করতে হবে না। খরগোসদের দুঃখ দূর করার জন্য তিনি এখানেই আছেন। তিনি তোদের শাস্তি দেবার জন্য এই সরোবরের জলে অবস্থান করছেন। তুই আমার সঙ্গে আয়, আমি তোকে এখনই চন্দ্রদেবকে দেখাব।

 

তখন রাত হয়েছে। খরগোস হাতিকে নিয়ে জলাশয়ের তীরে এল। জলাশয়ের ওপর চন্দ্রের ছায়া দেখতে পেল। বলল, এই দেখ চন্দ্রদেব বসে আছেন। কালবিলম্ব না করে এখান থেকে চলে যা। হাতি দলবল নিয়ে চন্দ্রদেবকে প্রণাম করল। তারপর সে সেখান থেকে চলে গেল। বুদ্ধিতে জিতে গেল ছোট্ট খরগোসের দল।

Post a Comment

0 Comments