Advertisement

Responsive Advertisement

ঘুঘুপাখি এবং বানর

 


ঘুঘুপাখি এবং বানর

 

কোনো এক বনের গাছে বাসা বেঁধে বাস করত এক জোড়া ঘুঘু পাখি। একদিন বিকেলবেলা ভিজতে ভিজতে একটা বানর ওই গাছের তলায় এসে দাঁড়াল। ঠকঠক করে কঁপছে সে। তার দুরাবস্থা দেখে স্ত্রী-ঘুঘুর খুব মায়া হল। সে বানরকে বলল, _“ভাই, তুমি তো ভিজে গেছো, তোমার বাসায় গিয়ে আরাম করো।

 

এই কথা শুনে বানরটা খুব রেগে গেল।

সে চিৎকার করে বলল _

তুমি আমাকে জ্ঞান দিতে এসো না।

স্ত্রী-ঘুঘু তাকে আরও উপদেশ দিল।

বানর রেগে গিয়ে গাছে উঠে বাসাটা ভেঙে দিল। তখন ঘুঘু দুটোর কষ্টের সীমা থাকল না।

Post a Comment

0 Comments