Advertisement

Responsive Advertisement

গুহা কথা বলে না

 


গুহা কথা বলে না

 

এক সিংহ সারাদিন ঘুরে শিকার ধরতে পারেনি। সন্ধ্যায় ভেতর গুহায় ঢুকে পড়ল। ভাবল, নিশ্চয়ই রাতে কোনো পশু গুহায় আস্তানা নিতে আসবে। তাকে ধরে খেতে হবে।

সিংহ যখন এই কথা ভাবছিল, তখন একটা শেয়াল গুহার সামনে পৌঁছে গেল। সে লক্ষ্য করল সিংহের পায়ের ছাপ রয়েছে গুহার ভেতরে ঢোকার, কিন্তু বাইরে আসার ছাপ নেই। ধূর্ত শেয়াল ভাবল, এবার কি সিংহের হাতে জীবন দিতে হবে? কী করি? কী করে জানব এই গুহাতে সিংহ ঢুকেছে?

 

চতুর শেয়াল এই কথা ভেবে বলল—“ওরে গুহা, তোমার কি মনে নেই, আমি বাইরে থেকে কথা বললে তুমি সাড়া দাও তুমি যদি আমায় না ডাকো তা হলে আমি অন্য পথে যাব।

 

সিংহ ভাবল, শেয়াল যখন বলছে তখন এই গুহা নিশ্চয়ই কথা বলতে পারে। আমি আজ আছি বলে আমার ভয়ে কথা বলছে না। আমি ওকে আহ্বান করি। সঙ্গে সঙ্গে গর্তে ঢুকবে আর আমি ওর ওপর ঝাপিয়ে পড়ব। সিংহ ভীষণ জোরে গর্জন করে শেয়ালকে ডাকল। সেই শব্দে অন্য জন্তুরা ভয় পেয়ে গেল।যাবার সময় শেয়াল বলে গেল, ভবিষ্যতের বিপদ আশঙ্কা করে যে, সে সুখে থাকে। আর যে তা করে না, সে বিপদের সম্মুখীন হয়।

Post a Comment

0 Comments