সাপের মাথায় ব্যাঙ

 

একদিন এক সাপের সঙ্গে দেখা হল ব্যাঙেদের রাজার। সে দুঃখ করে বললমহারাজ ব্যাঙ, আমি জীবনে অনেক পাপ করেছি। তাই জীবনের শেষ কয়েকটা দিন পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। সাপ ব্যাঙের শত্ৰু, কিন্তু তার কাতরতায় মহারাজ ব্যাঙ বিশ্বাস করে পারল না।

সে বলল, হে বৃদ্ধ সাপ, আমি জানি, তুমি আমার জাতি শত্রু। তুমি এবং তোমার অনুচরেরা আমাদের খেয়ে ফেলছো। তবু আমি শুনব, তুমি কী বলতে চাও বলো।

সাপ বলল, তোমার কথায় আমি খুশি হলাম। তোমার মতো দয়ালু জীব পৃথিবীতে দেখতে পাওয়া যায় না। তুমি আমার কথা শোনো। এক মুনিকে আমি আমার জীবনের সমস্ত পাপ কাজের কথা বলেছিলাম, সব শুনে তিনি আমাকে বললে, তুমি যদি বাকি জীবনটা ব্যাঙ মহারাজকে মাথায় করে রাখতে পারো, তাহলেই এই পাপ থেকে মুক্তি পাবে। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার মাথায় চড়ে বসো। আমাকে নরক যন্ত্রণা থেকে বাঁচাও। মহারাজ ব্যাঙ দেখল মন্দ কী। সাপের মাথায় চড়ে দিব্যি বেড়ানো যাবে, আর তাতে সাপের উপকারও হবে। ব্যাঙ মাথায় করে সাপকে ঘুরতে দেখে অন্য সাপেরা রেগে গেল। যে ব্যাঙ আমাদের খাদ্য সেই ব্যাঙ কিনা একটা সাপের মাথায় চড়ে বসেছে। এসব বলে ওই সাপকে গালমন্দ করতে লাগল।

সাপ তাদের শান্ত করে হেসে বললবন্ধুগণ, তোমরা আমার ওপর রাগ করছ কেন? কার্য সিদ্ধির জন্য যে কোনো হীন কাজ করা যেতে পারে। যে কোনো উপায়ে কার্য সিদ্ধি করা হল বুদ্ধিমানের কাজ। সাপ সারাদিন ব্যাঙকে মাথায় নিয়ে ঘুরে বেড়াল। সন্ধ্যার সময় বললমহারাজ, খিদেতে বড়ো ক্লান্ত হয়ে পড়েছি। আর পারছি না চলতে। বলো কী করা যায়।

মহারাজ ব্যাঙ দেখল, সত্যিই তো, সারাদিন না খেয়ে কী করে ঘুরবে? সে বললআমার এক পরামর্শ শোনো, তুমি ছোটো ব্যাঙদের খাও। মহারাজের কথায় সাপ ছোটো ছোটো ব্যাঙ ধরে খেতে লাগল। ছোটো ব্যাঙ প্রায় শেষ হয়ে গেল। ছোটো ছোটো ব্যাঙ না থাকার ফলে সে মহারাজ ব্যাঙকেই খেয়ে ফেলল।