সিংহী শাবক এবং বাচ্চা শেয়াল
বনের এক গুহায় থাকত এক সিংহী। সঙ্গে ছিল তার দুটি বাচ্চা সারাদিন ধরে শিকার করত সিংহী। ফিরে বাচ্চাদের খাওয়াত। একদিন বেচারীর কিছুই জুটল না। একটা বাচ্চা শেয়ালকে দেখতে পেয়ে ধরে আনল।
বাচ্চা শেয়ালকে দেখে সিংহীর মনে খুব মায়া হল। সে ভাবল, ওকে মেরে কাজ নেই, ও বরং আমার বাচ্চাদের সঙ্গে বড়ো হবে। এমন একটা সঙ্গী পেয়ে সিংহীর বাচ্চারা খুবই খুশি হল। একসঙ্গে তিনটি বাচ্চা বেড়াতে বেরিয়েছে। তারা দেখল, মস্ত বড়ো একটা হাতি হেলতে দুলতে আসছে। সিংহের বাচ্চা দুটো হাতিকে আক্রমণ করে বসল।
শেয়ালছানা ভয়ে ঠক্ঠক্ করে কাঁপছে। সে ওদের ডেকে বলল—ওরে, তোরা হাতির সঙ্গে পারবি না। পালিয়ে যা। শেয়ালছানার কথামতো সিংহের বাচ্চা দুটো পালিয়ে গেল। তারা ফিরে এসে মার কাছে সব কথা বলল। শেয়ালের কাপুরুষতা নিয়ে নালিশ করল।
এতে শেয়ালছানা খুবই রেগে গেল। সিংহী তার মনের ভাব বুঝতে পারল, সে বলল—বাছা, তুমি ওদের বাধা দিও না, তুমি বরং একটু দূরে দূরেই থাকো। তোমার বংশের কেউ কোনোদিন হাতি মারেনি। তাই তুমি ভয় পেয়েছ। তুমি তোমার স্বজাতির কাছে ফিরে যাও। এদের সঙ্গে থাকলে তোমার বিপদ হবে।
শেয়ালছানা সিংহীর কথা শুনে সব বুঝতে পারল। কালবিলম্ব না করে সে নিজের দলে ফিরে গেল।
0 Comments